ধর্মনগর, ১২ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক যুবকের উপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা রাজদ্বীপ নাথ (২৭)-এর উপর সংঘ দ্বীপ দেবরায়ের নেতৃত্বে ৫-৬ জন দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
অভিযুক্তরা রাজদ্বীপকে রাস্তার উপর আক্রমণ করে বুক ও মাথায় গুরুতর আঘাত করে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধর্মনগর থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসার পর সোমবার সকালে রাজদ্বীপ বাড়ি ফিরে আসেন।
জানা গেছে, ঘটনার সময় রাজদ্বীপ বাড়ির সামনে গাড়ি গ্যারেজে রাখতে গিয়েছিলেন। সেই সুযোগে হামলাকারীরা তাকে ঘিরে ধরে আক্রমণ চালায়। অভিযোগ, নাথ যোগী সম্প্রদায়ের সংগঠনমূলক কাজে রাজদ্বীপ সক্রিয় থাকায় তাকে পূর্বেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। রাজদ্বীপের কাকা প্রণয় দেবনাথ জানিয়েছেন, হামলাকারীরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছিল যাতে তিনি নাথ যোগী সমাজকে ঐক্যবদ্ধ করার কাজে যুক্ত না থাকেন। ঘটনার পর রাজদ্বীপের পরিবারের পক্ষ থেকে সংঘ দ্বীপ দেবরায়সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা নাথ যোগী ফোরাম। সংগঠনের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ জানিয়েছেন, এ ধরনের হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই উত্তর জেলা কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। সংগঠন আন্দোলনের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।

