ধর্মনগর, ১২ সেপ্টেম্বর : ধর্মনগর মহকুমার অন্তর্গত চারুপাশায় এক শ্রমিক হাই হাইভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, মহকুমার চারুপাশা এলাকায় একটি পিকআপ ভ্যানের ওপর আকস্মিকভাবে বিদ্যুতের তার পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবাসা থেকে মুরগির ফিড নিয়ে আসা একটি পিকআপ ভ্যান থেকে মালামাল নামানোর সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন। ২২ বছর বয়সী যুবক অজয় তেলী, যিনি মূলত একজন রাজমিস্ত্রি,বাড়ি বাগ বাসার পাঁচ নম্বর ওয়ার্ডে এদিন পিকআপ ভ্যানটিতে লোড-আনলোডের কাজ করছিলেন। মালামাল নামানোর সময় অজয় গাড়ির ওপর থাকা অবস্থাতেই বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরের ওপর পড়ে।
ঘটনার আকস্মিকতায় অজয় গুরুতরভাবে ঝলসে যান। তার সাথে থাকা সহকর্মী কৈলাশ গৌড় দ্রুত চালককে গাড়িটি সরিয়ে নিতে বলেন। চালকের বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক পদক্ষেপে গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো অজয়কে উদ্ধার করতে সক্ষম হন। আহত অবস্থায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার অনুপ গোস্বামী জানিয়েছেন, অজয়ের চিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। পুরাতন ও দুর্বল তারের কারণে জীবনহানির ঝুঁকি বেড়েছে বলেও তারা দাবি করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিদ্যুৎ দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

