কাশীতে পুজো দিলেন মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলাম, গঙ্গা আরতিতেও অংশগ্রহণ

লখনউ/বারাণসী, ১২ সেপ্টেম্বর: ভারতের সফরে এসে উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীচন্দ্র রামগুলাম। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়স্বাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পুজোর কিছু ছবি শেয়ার করে লেখেন “কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীচন্দ্র রামগুলাম। ভারত ও মরিশাসের মধ্যকার গভীর সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের প্রতিফলন এই সফর।”

গত সন্ধ্যায় রামগুলাম বারাণসীর ঘাটে গঙ্গা আরতিতেও অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে জয়স্বাল বলেন পবিত্র গঙ্গার সঙ্গে আত্মিক সংযোগ অনুভব করলেন মরিশাসের প্রধানমন্ত্রী। এই আধ্যাত্মিক অভিজ্ঞতা ভারত ও মরিশাসের বিশ্বাস ও ঐতিহ্যের কালজয়ী বন্ধনের প্রতীক।”

প্রসঙ্গত, ডঃ রামগুলাম বর্তমানে ৮ দিনের ভারত সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হয়।

যৌথ সাংবাদিক সম্মেলনে রামগুলাম বলেন “আমাদের মরিশাসের উন্নয়নের যাত্রায় ভারত সবসময় পাশে থেকেছে। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি ও সামুদ্রিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের সহায়তা আমাদের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে। “আমরা যে অভ্যর্থনা পেয়েছি, মনে হয় কোনো বিদেশি প্রধানমন্ত্রী এমন উষ্ণতা পাননি। আমি বুঝতে পারি কেন আপনাকে এত বড় ব্যবধানে নির্বাচিত করা হয়।”

উভয় প্রধানমন্ত্রীই জানিয়েছেন, স্বাস্থ্য, অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, শক্তি, সামুদ্রিক নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা হবে।