কোঝিকোড়, ১২ সেপ্টেম্বর: কেরালায় সিপিএম এক পঞ্চায়েত সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলে নিম্নপদে নামিয়ে দিল। থালাক্কুলাথুর পঞ্চায়েতের সভাপতি কে.টি. প্রমীলা সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘ভারতম্মা’ (ভারতমাতা)-র প্রতিমার সামনে প্রদীপ জ্বালান এবং আরএসএস-এর একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপরই দল তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
সিপিআই(এম)-এর জেলা নেতৃত্ব জানিয়েছেন, প্রমীলা শুধু প্রদীপ জ্বালানোয় অংশ নেননি, তিনি ছিলেন অনুষ্ঠান আয়োজক কমিটিতেও। ওই অনুষ্ঠানটি ছিল একটি দুঃস্থ পরিবারকে নতুন নির্মিত ঘর হস্তান্তরের উপলক্ষে আয়োজিত, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী।
প্রমীলা ছিলেন দলের এরিয়া কমিটির সদস্য। এখন তাঁকে অবনমন করে শুধুমাত্র ব্রাঞ্চ স্তরের সদস্য করা হয়েছে। দল স্পষ্ট জানিয়েছে, আরএসএস পরিচালিত অনুষ্ঠানে অংশগ্রহণ ও ধর্মীয় প্রতীক ব্যবহারের বিষয়টি সিপিএম-এর আদর্শগত নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন কেরালায় ধর্মীয় প্রতীক ও সরকারি প্রোটোকল ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসছে। কৃষিমন্ত্রী পি. প্রসাদ রাজ্যপালের উপস্থিতিতে একটি সরকারি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ভি. শিবনকুট্টি একটি বৈঠক থেকে হঠাৎ উঠে চলে যান, যা রাজ্যপালের উপস্থিতিতে প্রোটোকল লঙ্ঘন বলে সমালোচিত হয়।
অন্যদিকে, কেরালা বিশ্ববিদ্যালয়ের অফিস চত্বরে একটি বেসরকারি অনুষ্ঠানে ‘ভারতম্মা’-র ছবি রাখা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেখানে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার প্রধান অতিথি ছিলেন। যদিও রেজিস্ট্রার তাঁকে জানিয়েছিলেন অনুষ্ঠান বাতিল হয়েছে, তবুও রাজ্যপাল অনুষ্ঠানে উপস্থিত হন, যার জেরে রেজিস্ট্রারকে সাসপেন্ড করা হয়।

