নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর :চন্দ্রপুরম পন্নুসামি রাধাকৃষ্ণন শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতারা। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নির্বাচনে রাধাকৃষ্ণন ৪৫২টি প্রথম পছন্দের ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী, বিরোধী প্রার্থী বি. সুধর্ষন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। শপথ গ্রহণের আগে পর্যন্ত রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপালের পদে কর্মরত ছিলেন। তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংঘ পরিবার ঘনিষ্ঠ হলেও রাধাকৃষ্ণনের অরাজনৈতিক ও মৃদু ভাবমূর্তি তাঁকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গ্রহণযোগ্য করে তুলেছে। তাঁর বিজয়ের পর তিনি জানান, সংবিধান রক্ষা ও দেশের উন্নয়নের জন্য কাজ করাই তাঁর প্রধান অঙ্গীকার। উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়ে তিনি এখন রাজ্যসভার এক্স-অফিসিও চেয়ারম্যানের দায়িত্বও গ্রহণ করলেন।
নতুন উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর কার্যকাল শুরু হলো এক ঐতিহাসিক মুহূর্তে। রাজনৈতিক শালীনতা বজায় রেখে, সংবিধানের আদর্শ রক্ষা করে এবং বিভিন্ন মতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই হবে তাঁর আগামী দিনের লক্ষ্য। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের উপরাষ্ট্রপতি পদের এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

