অসমের বডোল্যান্ডে শুয়োর পালনে বিপ্লবের পথে, আত্মনির্ভরতার লক্ষ্যে ‘বডোল্যান্ড পিগ মিশন’

গুৱাহাটী, ১২ সেপ্টেম্বর: অসমের বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন এবার শুয়োর পালনে বৈপ্লবিক উদ্যোগ নিতে চলেছে। লক্ষ্য—পোর্ক উৎপাদনে আত্মনির্ভরতা অর্জন। এই লক্ষ্য পূরণে ‘বডোল্যান্ড পিগ মিশন’-এর আওতায় ব্রিটেনের উচ্চ-ফলনশীল শুয়োর প্রজাতিলার্জ হোয়াইট ইয়র্কশায়ার আমদানি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

২০২১ সালের শুরুতে এই মিশনটি বিটিআর সরকার, নেদারল্যান্ডস-যুক্ত *প্রোগ্রামা ইউটজেন্ডিং ম্যানেজারস (পিইউএম) এবং ডেনমার্কের *ডেনিশ কনসোর্টিয়াম অফ একাডেমিক ক্রাফটসম্যানশিপ – এর প্রচেষ্টা।

বর্তমানে বিটিআর অঞ্চলে প্রতিবছর ২৫,০০০ মেট্রিক টনেরও বেশি পোর্কের চাহিদা থাকলেও, স্থানীয় উৎপাদন র ৪০%-এরও কম। ফলে, বহু সময়েই বাইরের রাজ্য বা দেশের আমদানির উপর নির্ভর করতে হয়, যা ব্যয়বহুল এবং রোগবাহী হওয়ার ঝুঁকিও থাকে।

এই সমস্যার সমাধানে বডোল্যান্ড পিগ মিশন আধুনিক প্রজনন কেন্দ্র, ফ্যাটেনিং ইউনিট এবং পোর্ক শিল্পের জন্য একটি সম্পূর্ণ মূল্য-চেইন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।