খাদ্যের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে বিরল প্রজাতির চশমা বানর

আগরতলা, ১১ সেপ্টেম্বর : খাদ্যের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে পড়ল বিরল প্রজাতির এক চশমা বানর। আজ সকালবেলায় সাব্রুম শহরের ব্যস্ততম এলাকাগুলোর একটি অটো স্ট্যাডে এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে রীতিমতো হতবাক এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, আজ কয়েকজন অটোচালক ও যাত্রী অটো স্ট্যাডে অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় একটি কালচে রঙের চোখের চারপাশে সাদা বৃত্তবিশিষ্ট বানরকে ছুটোছুটি করতে দেখা যায়। প্রথমে অনেকে ভয় পেয়ে ছুটে পালাতে চাইলেও পরে বুঝতে পারেন এটি মানুষের কোনো ক্ষতি করছে না। বরং পরবর্তী সময়ে বন দপ্তরে খবর দিয়েছেন।