আগরতলা, ১০ সেপ্টেম্বর : ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শহরে মিছিল করে মুখ্যসচিবের নিকট গণডেপুটেশনে মিলিত হয়েছেন ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির সদস্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি পবিত্র কর বলেন, আজ রাবার চাষিদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সারা ভারত কৃষক সভার একটি সংগঠন রাজ্য রাবার উৎপাদক সমিতি বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। বিজেপি সরকারের আমলে রাবারের দাম কমে গিয়েছে। রাবার চাষিরা রাবারের সঠিক মূল্য পাচ্ছে না। তাই রাবার চাষিদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যসচিবের নিকট গণডেপুটেশনে মিলিত হয়েছেন ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির সদস্যরা।

