মেঘালয়ের ডেপুটি স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন এনপিপি বিধায়ক লিমিসন ডি সাংমা

শিলং, ১০ সেপ্টেম্বর : পশ্চিম গারো হিলস জেলার রাকসাঙ্গরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক লিমিসন ডি সাংমা মেঘালয় বিধানসভার নতুন উপ-স্পিকার (ডেপুটি স্পিকার) পদে নির্বাচিত হতে চলেছেন। আগামী ১২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনি এখনো পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সাংমা তাঁর মনোনয়নপত্র জমা দেন। তাঁর প্রার্থিতা প্রস্তাব করেন মন্ত্রিসভার দুই সদস্য মারকুইস এন মারাক ও এটিএ মণ্ডল। বিধানসভার স্পিকার থমাস এ সাংমা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত শুধু একটি মনোনয়ন জমা পড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যদি কেউ প্রত্যাহার না করেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকার পদে তাঁর নির্বাচনের ঘোষণা করব।”

এই পদটি খালি হয় রেসুবেলপাড়া কেন্দ্রের জ্যেষ্ঠ এনপিপি বিধায়ক টিমোথি ডি শিরা পদত্যাগ করার পর। সূত্রের খবর, দলীয় হাইকমান্ডের নির্দেশেই তিনি পদত্যাগ করেন।

ডেপুটি স্পিকার পদের জন্য লিমিসন ডি সাংমার সম্ভাব্য নির্বাচনে দলের মধ্যে কোনো বিরোধ নেই বলেই মনে করা হচ্ছে। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই রাজনৈতিক মহলের অনুমান।