উত্তরাখণ্ডে ফের শুরু গঙ্গোত্রী ধামের তীর্থযাত্রা, ১৫ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে হেলিকপ্টার পরিষেবা

উত্তরাখণ্ড, ১০ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘ ৩৫ দিন বন্ধ থাকার পর অবশেষে উত্তরকাশীর ধারালি এলাকায় আবারও শুরু হয়েছে গঙ্গোত্রী ধামের তীর্থযাত্রা। প্রশাসন ও বর্ডার রোডস অর্গানাইজেশনের (BRO) নিরলস প্রচেষ্টায় গঙ্গোত্রী জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলির দ্রুত মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে পুনরায় তীর্থযাত্রীদের জন্য যাত্রাপথ চালু করা সম্ভব হয়েছে।

বর্তমানে তীর্থযাত্রা পরিচালিত হচ্ছে একটি বিশেষ শাটল সার্ভিসের মাধ্যমে, যাতে যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রার মসৃণতা বজায় রাখা যায়। প্রশাসনের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত শতাধিক তীর্থযাত্রী গঙ্গোত্রী ধামে পৌঁছে মা গঙ্গার দর্শন ও বিশেষ পূজা সম্পন্ন করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং তদারকি দল নিযুক্ত করা হয়েছে। দুর্যোগের কারণে যাত্রা কিছুদিন স্থগিত থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে।

এদিকে, চারধাম যাত্রার দ্বিতীয় পর্যায়ও ইতিমধ্যেই শুরু হয়েছে। কেদারনাথ, বদ্রীনাথ এবং হেমকুণ্ড সাহিবে তীর্থযাত্রা নির্বিঘ্নে চলছে। তবে গঙ্গোত্রী ও যমুনোত্রী রুটে এখনও কিছু রাস্তা-সংক্রান্ত সমস্যা বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন গঢ়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে।

তিনি আশাপ্রকাশ করেছেন যে, আগামী **১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত যাত্রাপথ পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হবে**, এবং **সেই দিন থেকেই হেলিকপ্টার পরিষেবাও পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে**। প্রশাসনের তরফে এই বিষয়ে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে।