নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজধানী দিল্লিতে ভাষণ দিতে গিয়ে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন মন্তব্য করেছিলেন— “আমি আগরতলা, তেলিয়ামুড়া এবং কাঞ্চনপুরের মালিক, বাকিরা ভাড়াটিয়া।” এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।
আজ সেই বক্তব্যের প্রতিবাদে আগরতলার একদল যুবক অভিনব পদক্ষেপ নেন। তারা প্রতীকীভাবে ১০০ টাকার ড্রাফট কেটে ডাকঘরের মাধ্যমে তিপ্রা মথার সুপ্রিমোর উদ্দেশ্যে পাঠান। যুবকদের বক্তব্য, এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে তাঁরা স্পষ্ট করতে চান— ত্রিপুরার নাগরিকরা কারও ভাড়াটিয়া নন, রাজ্যের মালিকানা জনগণের।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছে, প্রদ্যোতের বক্তব্য জনমনে বিভাজন সৃষ্টির চেষ্টা। অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভও দিন দিন বাড়ছে।
2025-09-10

