কৈলাসহর, ৭ সেপ্টেম্বর: প্রকাশ্য দিবালোকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের উদ্দেশ্যে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা।
ঘটনার বিবরনে জানা যায়, রবিবার দুপুরে কৈলাসহর পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন স্থানীয় নাগরিক একটি শেষকৃত্যের কাজ সম্পন্ন করতে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মনু নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায় দশ-বারো জন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ঘটনাটি নজরে আসতেই শ্মশানে উপস্থিত শ্মশান বন্ধু ও স্থানীয়রা বাধা দেন। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের ফিরে যেতে নির্দেশ দিলে উল্টে তাদের লক্ষ্য করে ইট পাটকেল, কাচের বোতল ছোড়া হয়। হঠাৎ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক ছুটে আসে, পাশাপাশি বিজিবি রাও ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায়ই মাছ ধরা বা লাকড়ি সংগ্রহের নামে বাংলাদেশি নাগরিকরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে থাকে। এই ঘটনায় সীমান্ত সংলগ্ন নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

