শান্তিরবাজার রেলষ্টেশন থেকে দুইজন নাইজেরিয়ানকে আটক করে স্থানীয়রা

শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর :শান্তিরবাজার রেলষ্টেশন থেকে দুইজন নাইজেরিয়ানকে সন্দেহজনক আটক করে স্থানীয়রা।

জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলায় শান্তির বাজার রেলষ্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বিলোনিয়া নিয়ে যাবার জন্য বিলোনিয়া থেকে এক অটোচালক আসেন। এতে করে স্থানীয় অটোচালক ও স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহজাগে। সকলে মিলে দুই নাইজেরিয়ানকে আটক করে। এইখবর শুনার পর দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যান শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস। ঘটনাস্থলে গিয়ে দুই নাইজেরিয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানার নিয়ে আসে। থানায় দুই নাইজেরিয়ানকে নিয়ে আসে তদন্ত করে দেখা যায় দুইজনের নিকট বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে।

যার ফলে পুলিশ বর্তমান সময়ে দুই নাইজেরিয়ানকে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে। তাদের পাসপোর্ট এবং ভিসা বৈধ কিনা তার তদন্ত করছে পুলিশ। তাদের সঙ্গে জরিতথাকা বিলোনিয়ার অটো চালকে আটক করে জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। দুই নাইজেরিয়ানকে থানায় নিয়ে আসার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানালেন মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দের্বমা। শান্তির বাজার রেলষ্টেশনে কোনো প্রকারের জিআরপি পুলিশ না থাকায় প্রতিনিয়ত রেলষ্টেশনকে বিভিন্ন প্রকারের অবৈধ কাজ করার জন্য বেছে নেওয়া হচ্ছে।