কম মূল্যের ই-কমার্স রপ্তানিতে জিএসটি রিফান্ড সহজ করল জিএসটি কাউন্সিল, এমএসএমই-দের জন্য বড় স্বস্তি

নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর: কম মূল্যের ই-কমার্স রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর। জিএসটি কাউন্সিল ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড-এর প্রস্তাব অনুমোদন করেছে, যার ফলে কম মূল্যযুক্ত রপ্তানিতে জিএসটি রিফান্ড পাওয়ার জন্য আর কোনও মূল্যসীমা থাকছে না।

২০১৭ সালের সিজিএসটি আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করে এমন রপ্তানির ক্ষেত্রেও জিএসটি রিফান্ড অনুমোদন করা হবে, যেগুলি ট্যাক্স দেওয়া অবস্থায় হয়েছে মূল্য যতই হোক না কেন।

ব্যাপকভাবে উপকৃত হবেন ছোট রপ্তানিকারক ও এমএসএমই ব্যবসায়ীরা।বিশেষ করে যারা কুরিয়ার বা পোস্টাল পরিষেবার মাধ্যমে বিদেশে পণ্য পাঠান, তাদের জন্য এই পদক্ষেপটি রপ্তানি প্রক্রিয়া অনেকটাই সরল ও স্বচ্ছ করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। “এই বহু প্রতীক্ষিত সংস্কার রপ্তানিকারকদের জন্য রিফান্ড প্রক্রিয়া সহজ করবে, কার্যকর নগদ প্রবাহ নিশ্চিত করবে এবং ছোট ও মাঝারি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাণিজ্যে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেবে, — জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।
মূল সংস্কার ও সুবিধা সমূহ, জিএসটি রিফান্ডের জন্য আর নেই কোনও মূল্যসীমা, কুরিয়ার/পোস্টাল রপ্তানির ক্ষেত্রেও সহজ রিফান্ড, কম প্ল্যান্ট সাইজের ই-কমার্স রপ্তানিতে নগদ প্রবাহ বৃদ্ধি পাবে, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, খেলনা, বস্ত্র ইত্যাদি ক্ষেত্রে বিশাল সুবিধা।