নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: জিএসটি সংস্কার নিয়ে কেন্দ্র সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তার তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাংসদ পি. চিদম্বরম। তিনি বলেন, জিএসটির বর্তমান কাঠামো এবং করের হার শুরু থেকেই ভুল ছিল এবং এই সংস্কার “৮ বছর দেরিতে” করা হল।
বুধবার এক্স-এ এক পোস্টে চিদম্বরম লেখেন, “পণ্য ও পরিষেবার ওপর জিএসটি হারের সংস্কার ও হ্রাস অবশ্যই স্বাগতযোগ্য, কিন্তু তা ঘটল ৮ বছর পরে। বর্তমান জিএসটি কাঠামো এবং এতদিন ধরে চালু থাকা হারগুলো কখনোই কার্যকর করা উচিত ছিল না। গত ৮ বছর ধরে আমরা এই বিষয়ে সরব হয়েছি, কিন্তু সরকার আমাদের কোনো কথা কানে তোলেনি।”
চিদম্বরম সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন—এই সংস্কার হঠাৎ এখন কেন? তিনি লেখেন, “সরকারকে এখন এই পরিবর্তনে বাধ্য করল কী? ধীরগতির অর্থনীতি? বাড়তে থাকা পারিবারিক ঋণ? কমে আসা সঞ্চয়? বিহারে আসন্ন নির্বাচন? নাকি ট্রাম্প সাহেব ও তাঁর শুল্ক নীতির প্রভাব? অথবা সবকিছুই একসঙ্গে?”
৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি হার পুনর্গঠন করে এখন ৫ শতাংশ ও ১৮ শতাংশ — এই দুটি স্তরে হার নির্ধারণ করা হয়েছে। এর ফলে পূর্ববর্তী ১২ শতাংশ ও ২৮ শতাংশ হার যুক্ত হয়ে যাবে নতুন কাঠামোয়। এই নতুন হার কার্যকর হবে আগামী ২২শে সেপ্টেম্বর, ২০২৫ থেকে।
উল্লেখ্য, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল বহুদিন ধরেই অভিযোগ করে আসছিল যে, বর্তমান জিএসটি ব্যবস্থা ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর বোঝা তৈরি করছে। চিদম্বরম এই সংস্কারকে স্বাগত জানালেও সরকারের দেরিতে পদক্ষেপ নেওয়া এবং আগের অনমনীয় মনোভাবের কড়া সমালোচনা করেন।

