ইমফল, ৪ সেপ্টেম্বর: মণিপুর জুড়ে সুরক্ষা বাহিনীর লাগাতার সফল অভিযানে একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে এবং বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য ও যানবাহন উদ্ধার করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন এলাকায় চালানো এসব অভিযানে জঙ্গি কার্যকলাপ এবং অবৈধ ব্যবসার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।
সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানটি চালানো হয় ইমফল ওয়েস্ট জেলার পাতসই থানার অধীন নিউ কেইথেলমানবি পুলিশ পিকেট পয়েন্ট এলাকায়। এখানে বিশনুপুর জেলার নাম্বল লৌরেমবাম মানিং লেইকাইয়ের বাসিন্দা খোমদ্রাম দেবেন মেইতেই (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৮৪.১৩ কেজি গাঁজা, একটি টাটা ট্রাক (যা মাদক পরিবহণে ব্যবহৃত হয়েছিল), এবং একটি মোবাইল ফোন সহ সিম কার্ড।
একই দিনে লামসাং থানার অন্তর্গত লাইরেনকাবি গ্রামে অভিযান চালিয়ে কেসিপি (পিডব্লিউজি)-র দুই সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ইউনাম সূরচন্দ্র সিং (৩৫) ওরফে সূর এবং হাওরোংবাম তোম্বা মেইতেই (২৯)।
অপর একটি অভিযানে ইমফল ইস্ট জেলার বাসিখং এলাকার বাসিন্দা এবং পিপলস লিবারেশন আর্মি (PLA)-র সক্রিয় ক্যাডার কঙ্গুজম নোংমাইকোম্বা মেইতেই (৫০)-কে তাঁর বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়। তিনি সাধারণ নাগরিক, ব্যবসায়ী, স্কুল-কলেজের উপর চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন (দুটি সিম সহ) ও একটি বেগুনি রঙের অ্যাক্টিভা স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়া কেসিপি (সিটি মেইতেই) দলের আরও দুই সক্রিয় সদস্যকেও আলাদা অভিযানে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন –লাইশ্রাম সুরণজয় মেইতেই ওরফে থোই (২৮)- লাইরেনকাবি মামাং লেইকাই, লামসাং থানার অধীন; ফিজাম অথাইলু মেইতেই (২৬)-সেকতা মায়াই লেইকাই, লামলাই থানার অধীন।
তাঁদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
৩ সেপ্টেম্বর জুড়ে রাজ্যের পার্বত্য ও সমতল এলাকায় মোট ১১৩টি চেকপয়েন্ট বসানো হয় নিরাপত্তার জন্য। যদিও এইসব চেকপয়েন্ট থেকে কোনো নতুন আটক হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজ্যের সংবেদনশীল এলাকাগুলোতে সার্বক্ষণিক সার্চ অপারেশন ও এরিয়া ডমিনেশন অভিযান অব্যাহত থাকবে।
এই লাগাতার অভিযান রাজ্যে দীর্ঘদিন ধরে চলা জঙ্গি কার্যকলাপ ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য বলেই মনে করছেন বিশ্লেষকরা।

