আগরতলা, ৪ সেপ্টেম্বর : কন্টেইনার ছিন্ন হয়ে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।
জানা গিয়েছে, আগরতলামুখী একটি টিআর০৪ই১৫৯৪ নম্বরের লরি কন্টেইনার নিয়ে যাচ্ছিল। হাওয়াইবাড়ি পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে গাড়ি থেকে কন্টেইনারটি ছিটকে মূল সড়কে পড়ে যায়। কন্টেইনারটি মূল সড়কে গাড়ি থেকে ছিন্ন হয়ে পড়ে যাওয়ায় সড়কে দুধারে প্রচুর সংখ্যায় যাত্রীবাহী গাড়ি এবং পন্য বোঝাই লরি আটকে পরে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং মহকুমা প্রশাসনের আধিকারিক।
মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের তৎপরতায় অতিদ্রুত কন্টেইনারটিকে মুল সড়ক থেকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

