গভীর রাতে রুটিন তল্লাশিতে ৫০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার

আগরতলা, ৪ সেপ্টেম্বর: গভীর রাতে রুটিন তল্লাশিতে ৫০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করল দামছড়া থানার পুলিশ। সঙ্গে গাড়িসহ দুজন কে এই ঘটনা আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে দামছড়া থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতিদিনকার মত গতকাল গভীর রাতে দামছড়া থানা এলাকায় নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলছিল। তখনই টিআর০১-এএ-০২৬০ নাম্বারের একটি ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে পঞ্চাশ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। এই ৫০ কার্টুনে মোট ২৫ হাজার প্যাকেট সিগারেট ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আটককৃত বার্মিজ সিগারেট সহ গাড়ি ও দুইজনকে এই ঘটনা আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।