দুর্লভ নারায়ণ বাজারে বিএমএস –এর গোষ্ঠীদ্বন্দ্বে অবরোধ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

সোনামুড়া, ৪ সেপ্টেম্বর: দুর্লভ নারায়ণ বাজারে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের দুই গোষ্ঠীর কোন্দল ক্রমেই বড় আকার নিচ্ছে। নেতৃত্বের দ্বন্দ্বে এবার ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদিকে দুর্লভ নারায়ণ অঞ্চলের নেতা বলাই দেবনাথ, অপরদিকে মেলাঘরের নেতা বিপ্লব মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে টানাপোড়েন চলছে। এই দ্বন্দ্ব চরমে পৌঁছালে আজ সকালে অটো শ্রমিকরা প্রতিবাদে রাস্তায় নামে। সকাল ৭টা থেকে শুরু হওয়া অবরোধ দুপুর গড়িয়ে গেলেও চলতে থাকে। অবরোধে কার্যত অচল হয়ে যায় দুর্লভ নারায়ণ বাজার। অফিসযাত্রী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে জরুরি প্রয়োজনে বের হওয়া রোগী—সবাইকে ভোগান্তি পোহাতে হয়। বাজারের ব্যবসাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অটো শ্রমিকদের অভিযোগ, দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তারা নিত্যদিন সমস্যায় পড়ছেন। একপক্ষের নির্দেশ মানলে অন্যপক্ষ বাধা দেয়। ফলে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, রাজনৈতিক লড়াইয়ের খেসারত কেন তাদের দিতে হবে?
অপরদিকে, প্রশাসন ও পুলিশের তরফে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করা হয়।
রাজনৈতিক মহলের মতে, বিজেপির শ্রমিক সংগঠনের এই গোষ্ঠীদ্বন্দ্ব সংগঠনকে যেমন দুর্বল করছে, তেমনি সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিচ্ছে।