করবুকে ৮ পরিবারের ৩৫ জন ভোটার কংগ্রেসে যোগদান

আগরতলা, ৪ সেপ্টেম্বর : আজ করবুকে ৮ পরিবারের ৩৫ জন যুব ভোটার বিজেপি এবং তিপরা মথা ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন পিসিসি সেক্রেটারি কমল দেওয়ান, গোমতী জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।

ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন, আজ যুব কংগ্রেসের উদ্যোগে করবুকে ৮ পরিবারের ৩৫ জন যুব ভোটার বিজেপি এবং তিপরা মথা ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। কারণ, মানুষ বুঝতে পেরেছেন কংগ্রেস ছাড়া তাঁদের উন্নয়ন সম্ভব নয়। তাই ধীরে ধীরে জনগণ কংগ্রেসের দিকে এগিয়ে আসছেন।