শারজাহ, ৩ সেপ্টেম্বর: আগামী বছর সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর আয়োজিত হতে চলেছে ইনক্লুশন ইন্টারন্যাশনালের ১৮তম ওয়ার্ল্ড কংগ্রেস। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন, যার ভেন্যু নির্ধারিত হয়েছে শারজাহ এক্সপো সেন্টারে। এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কংগ্রেস।
এবারের সম্মেলনে ৭০টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা যোগ দেবেন। মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, পেশাগত ও সামাজিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, আইনি অধিকার, কর্মসংস্থান এবং সমাজে সম্পূর্ণ অংশগ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে হবে আলোচনা ও মতবিনিময়।
এই কংগ্রেসে গবেষণা এবং উদ্ভাবনের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে, যা একটি অধিক ন্যায়সংগত সমাজ গঠনে সহায়ক। এটি সংযুক্ত আরব আমিরাতের সেই প্রচেষ্টারই অংশ, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও পেশাগত অন্তর্ভুক্তিকে জোরদার করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ৮০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের সুযোগ রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী ব্যক্তিরা দারিদ্র্য, বৈষম্য এবং গড়ে কম আয়ু–এই তিনটি ক্ষেত্রেই ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে প্রতিবন্ধী নারীরা সহিংসতার শিকার হওয়ার আশঙ্কায় অধিকতর বিপন্ন। এই পটভূমিতে ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—যেখানে বৈষম্য ও প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি সমর্থনকারী আইন ও নীতিমালার পক্ষে জোরালো প্রচার চালানো হবে।
সম্মেলনের মুখ্য বার্তা থাকবে—”সবার জন্য স্বাস্থ্য ও মর্যাদা”। এর মাধ্যমে অন্তর্ভুক্তিকে টেকসই উন্নয়নের মূল স্তম্ভ হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হবে। আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্ভুক্তির পথে যে সমস্ত চ্যালেঞ্জ বর্তমান, তা মোকাবিলায় এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

