গন্ডাছড়ায় বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম দুর্ভোগে ভোক্তারা

গন্ডাছড়া, ১ সেপ্টেম্বর: হঠাৎ করেই সোমবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিলেন গন্ডাছড়া মহকুমার দুই বিদ্যুৎ অফিসের কর্মীরা। গন্ডাছড়া ও রইস্যাবাড়ী বিদ্যুৎ অফিসের মোট ৩৫ জন কর্মী তাদের বেতন ও অন্যান্য দাবিদাওয়া পূরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হয়েছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই মহকুমার হাজারো বিদ্যুৎ ভোক্তা।

জানা যায়, সোমবার সকাল থেকে দুই একজন অফিসার ছাড়া গোটা অফিস কার্যত ফাঁকা। বেলা ১০টা নাগাদ সিনিয়র ম্যানেজার অফিসে পৌঁছালেও লাইনম্যান ও অন্যান্য কর্মীরা কাজে অনুপস্থিত ছিলেন। কর্মবিরতির কারণ জানতে চাইলে অফিসাররা স্পষ্ট কিছু বলতে পারেননি। তবে ফোনে যোগাযোগ করা হলে এক লাইনম্যান স্বীকার করেন যে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছেন।
অভিযোগ, কয়েক মাস আগেও কর্মীরা মাসিক ১২ হাজার টাকা বেতন পেতেন। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদের বেতন কমিয়ে ৭ হাজার, ৮ হাজার ও ১০ হাজার টাকা করা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের জন্য নেই কোনো লাইফ ইন্সুরেন্স বা জিপিএফের সুবিধা। এর ফলে ক্ষোভে ফুঁসছিলেন বিদ্যুৎ কর্মীরা।

কর্মীরা জানিয়েছেন, তাঁদের প্রধান দাবিগুলি হলো, মাসিক ১৫ হাজার টাকা বেতন প্রদান, প্রত্যেক কর্মীর জিপিএফ চালু করা, প্রত্যেককে লাইফ ইন্সুরেন্সের আওতায় আনা, এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
সংবাদ লেখা পর্যন্ত গন্ডাছড়া ও রইস্যাবাড়ী বিদ্যুৎ অফিসের ৩৫ জন কর্মীর এই কর্মবিরতি অব্যাহত রয়েছে। এর জেরে মহকুমার সাধারণ বিদ্যুৎ ভোক্তারা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।