আগরতলা, ৩০ আগস্ট : বিহারের নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী অপপ্রচারে নেমেছে কংগ্রেস। আগামীদিনে এর যোগ্য জবাব দেবে জনগণ। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।
এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতৃত্বদেট নিয়ে গোটা দেশে ভুল মন্তব্য করছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আসলে রাহুল গান্ধী সহ কংগ্রেসের নেতৃত্বরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, তাঁরা যেভাবে রাজনীতি করে গিয়েছেন এখন তা বাস্তবায়ন হচ্ছে না। তাই তাঁরা জনসম্মুখে অপপ্রচার রটানোর চেষ্টা করছে।
এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বর্গবাসী মাকে নিয়ে
রাহুল গান্ধী ও আরজেডি’র নেতারা কুরুচিকর মন্তব্য করেছেন। রাজনৈতিক দলের মধ্যে মতার্দশগত পাথক্য থাকবেই কিন্তু স্বর্গবাসী মাকে কুরুচিকর মন্তব্য করা ঠিক হয় নি। তারজন্য রাহুল গান্ধী ও আরজেডি’র নেতাদের ক্ষমা চাওয়া উচিত।

