স্বামীর ধারালো দা’য়ের কোপে গুরুতর আহত স্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট : ত্রিপুরা রাজ্যের বুকে আরো একবার গার্হস্থ হিংসার নগ্ন চিত্র লক্ষ্য করা গেল। এবার স্বামীর ধারালো দা’য়ের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক সন্তানের জননী। চাঞ্চল্যকর এই ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার চাকমাঘাট এলাকায়।

জানা গেছে, শুক্রবার নূরজাহান বেগম (২৪) নামের মহিলার সাথে তার স্বামী জাকির হোসেনের কোন এক বিষয় নিয়ে পারিবারিক কলহ হয়, প্রতিদিনের মতো শুক্রবার ও একই রকম ভাবে কলহ হয় বলে জানা গেছে। এই ঝামেলা’কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয় এবং স্ত্রী’কে দা দিয়ে গলায় আঘাত করে বলে জানা গেছে।

এতে ওই মহিলা সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত মহিলা’কে পরিবারের অন্যান্য লোকজন তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় জি.বি.পি হাসপাতালে রেফার করে দেয় । ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ছুটে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।