বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে থানার দ্বারস্থ মা – মেয়ে, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট: বিয়ের প্রতিশ্রুতি দিয়েও এক যুবক দ্বারা প্রতারিত হয়ে যুবতি এবং তার মা আমতলী মহিলা থানার দ্বারস্থ হয়েছিলেন কিছুদিন আগে। কিন্তু ন্যায় বিচার পাওয়া তো দূর উল্টে থানার মহিলা পুলিশ দ্বারা হেনস্থার শিকার হতে হয়েছে মেয়ের মাকে। এমনই অভিযোগ তুলে পশ্চিম থানার দারস্থ হয়েছেন নির্যাতিতার মা। এখানেও প্রায় ১০ দিন ধরে ঘুরেও ন্যায় বিচার পাচ্ছেন না বলে অভিযোগ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মেয়ের মা জানান, উনার মেয়ের সঙ্গে বাধারঘাটের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত যুবকের নাম দীপ সুর। দীর্ঘদিন ধরে যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার পর দুই পরিবারের সম্মতিক্রমে তাদের বিয়ে ঠিক হয়। কিন্তু তারপরেই অভিযুক্ত দ্বীপ বিয়ে করবে না বলে জানায়। দ্বীপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আমতলী মহিলা থানার দ্বারস্থ হয়েছিলেন মেয়ে এবং মা। কিন্তু সেখানে আমতলী মহিলা থানার ওসি ওই মহিলাকে মানসিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে থানার সামনেই ধর্নায় বসেন ওই মহিলা। তখন আমতলী মহিলা থানার ওসি ওই মহিলাকে টেনে হিচড়ে মারধর করেন বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা।

বর্তমানে বিচারের আশায় ১০ দিন ধরে অভিযোগ নিয়ে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন মেয়ে ও তার মা। পুলিশ কোনো সাহায্য করছে না বলে মা-মেয়ের অভিযোগ। তাদের বক্তব্য অভিযুক্ত খোলা আকাশের নিচে ঘুরছে এবং তাদের হুমকি দিচ্ছে। কিন্তু পুলিশের দাবি অভিযুক্ত নাকি পলাতক। মেয়েটি শেষ পর্যন্ত মহিলা থানার সামনে দাঁড়িয়ে হুমকি দিয়েছে যুবকের শাস্তি না হলে সে প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে। নির্যাতিতার বাড়ি বাধারঘাট মাতৃপল্লীতে।