চার দিন নিখোঁজ থাকার পর টিকিরা নদী থেকে উদ্ধার ৭০ বছরের মহিলার দেহ, তদন্তে পুলিশ

ভুবনেশ্বর, ২৯ আগস্ট: ওড়িশার দেবগড় জেলার কুন্ধেইগোলা থানার অন্তর্গত কুরাদাপোশি গ্রামের এক বৃদ্ধার নিখোঁজ হওয়ার চার দিন পর তার মৃতদেহ উদ্ধার হল টিকিরা নদী থেকে। মৃতার নাম রঙ্গাবতী, বয়স আনুমানিক ৭০ বছর। তিনি প্রয়াত কুঞ্জবিহারী প্রধানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে রঙ্গাবতী হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর তাঁর পরিবার কুন্ধেইগোলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা টিকিরা সেতুর কাছে নদীতে এক মহিলার দেহ ভাসতে দেখে পুলিশ ও মৃতার পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুন্ধেইগোলা থানা পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি কোনও ষড়যন্ত্র—তা জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য,পুলিশ সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পিছনে কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। পুলিশ জানিয়েছে, “সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ ও ফরেনসিক পরীক্ষা করা হবে।” ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।