চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার, ধৃত পাঁচ চোর

আগরতলা, ২৮ আগস্ট : চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ পাঁচ কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নমিত পাঠক।

পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, কিছুদিন আগে বনমালীপুর ও প্রতাপগড়, ত্রিনাথ মন্দিরে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল সব স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায়। পরবর্তী সময়ে থানায় মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে চুরি যাওয়া একটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ধৃতদের চন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে।