সাব্রুম, ২৭ আগস্ট: সমরেন্দ্রগঞ্জ কিল্লাটিলা থেকে সোনিয়ারখিল হয়ে মাধবনগর যাওয়ার একমাত্র ইটের সড়কটির আজ চরম দুরবস্থা। দীর্ঘদিন মেরামত না হওয়ায় রাস্তার জায়গায় জায়গায় বিশাল গর্ত তৈরি হয়েছে। বিশেষত বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই ওই গর্তগুলোতে জল জমে চলাচল একেবারেই দুঃসাধ্য হয়ে পড়ে। প্রতিদিন এ পথে চলাচলকারী যানবাহন ও পথচারীরা নিত্যদিন বিপাকে পড়ছেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, এই সড়কটি শুধু মাধবনগরের সঙ্গে সংযোগ রক্ষা করে না, আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই পথেই যাতায়াত করেন। স্কুল–কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষিজীবীরা বাজারে পণ্য নিয়ে যেতে এই রাস্তাটির উপর নির্ভরশীল। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই গাড়ি বিকল হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ।
এছাড়াও সড়কের উপর অবস্থিত একটি ব্রিজ নিয়ে উদ্বেগ বেড়েছে এলাকায়। ব্রিজটির পিলার ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে, ফলে ভারী যান চলাচল মারাত্মক বিপদের আশঙ্কা তৈরি করছে। স্থানীয়দের বক্তব্য, দ্রুত মেরামত না হলে যেকোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে পড়তে পারে এবং তখন পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।
স্থানীয়দের ক্ষোভ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের বাচ্চাদের স্কুলে যাতায়াত থেকে শুরু করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া—সবকিছুতেই ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকার যদি শীঘ্রই পদক্ষেপ না নেয়, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ফলে এলাকাবাসীরা সরকারের প্রতি জোরালো দাবি তুলেছেন, অবিলম্বে সমরেন্দ্রগঞ্জ–মাধবনগর সংযোগ সড়ক ও ব্রিজটির সংস্কার করা হোক। নচেৎ কয়েকশো মানুষের জীবনযাত্রা আরও সংকটে পড়বে বলেই আশঙ্কা করছেন তাঁরা।

