মুজফফরপুর, ২৭ আগস্ট : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্টালিন বুধবার বিহারের মুজফফরপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান। তিনি বলেন, বিজেপি নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে এবং জনগণের ভোট চুরি করেছে। এই কারণেই দেশের জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে।
তিনি আরও অভিযোগ করেন, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, যা তাঁর মতে, “সন্ত্রাসবাদের থেকেও বেশি বিপজ্জনক।” স্টালিন বলেন, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব একসঙ্গে গণতন্ত্র রক্ষায় লড়ছেন। আগামি বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিহারে পরাজিত করা হবে।
তিনি অভিযোগ করেন, বিজেপি নির্বাচন কমিশনকে তাদের ‘হাতের পুতুল’ বানিয়ে ফেলেছে। স্টালিন বলেন, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের ভূমিকাকে ফাঁস করে দিয়েছেন, কিন্তু কমিশন কোনো জবাব দেয়নি। বরং তাকে হলফনামা জমা দিতে বলেছে। রাহুল গান্ধী ভয় পান না।
এদিন সকালে, এম কে স্টালিন ও ডিএমকে সাংসদ কনিমোঝি বিহারে পৌঁছান এবং কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’-য় অংশ নেন। মুজফফরপুর জেলায় এই যাত্রা চলাকালীন স্টালিন অংশগ্রহণ করেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে। এক্স-এ একটি পোস্টে স্টালিন লেখেন, বিহারে পা রাখলাম… সম্মানীয় লালুপ্রসাদ জির ভূমি আগুন চোখে নিয়ে স্বাগত জানাচ্ছে, প্রতিটি চুরি হওয়া ভোটে ভারী এই মাটি। আমার ভাই রাহুল গান্ধী, তেজস্বী যাদব এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ‘ভোটার অধিকার যাত্রা’ এখন মানুষের যন্ত্রণাকে অদম্য শক্তিতে রূপান্তর করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিকে কেন্দ্র করে নির্বাচনী অনিয়ম ও ভোটার তালিকা বিতর্ক ঘিরে বিরোধীদের এই আক্রমণ বিহার নির্বাচনে নতুন মাত্রা এনে দিয়েছে। ‘ভোটার অধিকার যাত্রা’ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

