আন্তর্জাতিক রেকর্ডে খোয়াইয়ের খুদে অয়নের নাম

আগরতলা, ২৭ আগস্ট:
মাত্র পাঁচ বছর আট মাস বয়সেই বিরল কৃতিত্বের নজির গড়লো খোয়াই মহকুমার পূর্ব চেবরী তাঁতি পাড়ার খুদে প্রতিভা অয়ন দেবনাথ। অবিশ্বাস্য এক ক্ষমতার পরিচয় দিয়ে মাত্র দুই মিনিট ৫৩ সেকেন্ডে বিশ্বের ১৯৫টি দেশ ও তাদের রাজধানীর নাম একটানা বলে আন্তর্জাতিক রেকর্ড বুকে নিজের নাম লিপিবদ্ধ করেছে সে।
অয়নের এই অসাধারণ সাফল্যের জন্য ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করেছে। আজ পোস্ট অফিস মারফত সেই পুরস্কার অয়নের পরিবারে পৌঁছায়। এই গৌরবময় মুহূর্তে মা-বাবা থেকে শুরু করে দাদু, কাকা, কাকিমা সকলে ভীষণ আনন্দিত ও গর্বিত।

অয়নের বাবা প্রানোজিত দেবনাথ পেশায় শিক্ষক এবং মা তনুশ্রী দেবনাথ একজন গৃহিণী। ছোট্ট অয়নের এই অসাধারণ মেধা ও একাগ্রতা পুরো এলাকা তথা খোয়াই জুড়ে আনন্দের ঢেউ বইয়ে দিয়েছে।
উল্লেখ্য, এর আগেও অয়ন মাত্র দুই বছর চার মাস বয়সে একই ধরনের প্রতিভার পরিচয় দিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ নাম লিখিয়েছিল। আজ আন্তর্জাতিক স্তরে সেই কৃতিত্বের স্বীকৃতি পেয়ে অয়ন শুধু খোয়াই নয়, সমগ্র ত্রিপুরার গর্বের প্রতীক হয়ে উঠেছে।