নিউ দিল্লি, ২৭ আগস্ট : ভারত ও কুয়েতের মধ্যে সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক গতকাল অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নিউ দিল্লিতে। বৈঠকে দুই দেশই পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করে এবং বহু ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বৈঠকে ভারতীয় পক্ষে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব (গালফ) অসীম মহাজন এবং কুয়েতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রকের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত সামেহ ঈসা জোহর হায়াত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের সময় দুই দেশের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় প্রস্তুত করা রোডম্যাপ বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। এছাড়াও, যৌথ কমিশন ফর কোঅপারেশন -এর আওতায় গঠিত যৌথ কর্মসমূহের বৈঠকগুলি যত দ্রুত সম্ভব এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রক আরও জানায়, আগামী পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকটি কুয়েতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত-কুয়েত সম্পর্ক আরও দৃঢ় ও গভীর করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, শক্তি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা আরও উজ্জ্বল হলো বলে মনে করা হচ্ছে।

