শক্তি বাড়াচ্ছে নৌবাহিনী: বিশাখাপত্তনমে একসঙ্গে কমিশন হল আইএনএস উদয়গিরি ও হিমগিরি

বিশাখাপত্তনম, ২৬ আগস্ট: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডে ভারতীয় নৌবাহিনীর দুটি অত্যাধুনিক মাল্টি-মিশন স্টেলথ ফ্রিগেট, আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি কমিশন করলেন। এই দুটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর ‘প্রজেক্ট ১৭এ’-র অংশ, এবং প্রথমবারের মতো দুটি পৃথক শিপইয়ার্ডে নির্মিত ফ্রন্টলাইন কমব্যাট্যান্ট জাহাজ একসঙ্গে নৌবাহিনীতে যুক্ত হল। প্রতিরক্ষা মন্ত্রী জানান, এই কমিশনিং ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর বাস্তব প্রতিফলন এবং দেশের দ্রুততর নৌসেনা আধুনিকীকরণের সাক্ষ্য বহন করে।

আইএনএস উদয়গিরি মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড-এ নির্মিত, যা প্রজেক্ট ১৭এ-র দ্বিতীয় জাহাজ। আইএনএস হিমগিরি নির্মিত হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ, যা এই প্রকল্পের প্রথম জাহাজ। উভয় জাহাজই পূর্ববর্তী শিবালিক-ক্লাস ফ্রিগেটের তুলনায় আরও উন্নত, বড় এবং স্টেলথ প্রযুক্তিতে সজ্জিত। প্রায় ৬,৭০০ টন জলচাপ ধারণক্ষমতা সম্পন্ন এই ফ্রিগেটগুলি পাঁচ শতাংশ বৃহৎ এবং আরও কম রাডার প্রতিফলনক্ষম। এতে রয়েছে সুপারসনিক সারফেস-টু-সারফেস মিসাইল, মিডিয়াম রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল, ৭৬ মিমি এমআর গান এবং ৩০ মিমি ও ১২.৭ মিমি ক্লোজ-ইন অস্ত্র ব্যবস্থা।

নৌবাহিনীর ডিজাইন ব্যুরো-র ডিজাইন করা ১০০তম যুদ্ধজাহাজ হিসেবে আইএনএস উদয়গিরি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি তার শ্রেণির মধ্যে সবচেয়ে দ্রুত কমিশনের জন্য প্রস্তুত হওয়া জাহাজ, যার কারণ হল দেশীয় শিপইয়ার্ডগুলিতে প্রয়োগ হওয়া মডুলার নির্মাণ পদ্ধতি। এই দুটি যুদ্ধজাহাজ নির্মাণে অংশ নিয়েছে ২০০-র বেশি এমএসএমই সংস্থা, যার ফলে প্রায় ৪,০০০ জনের সরাসরি এবং ১০,০০০ জনের পরোক্ষ কর্মসংস্থান হয়েছে। ৭৫ শতাংশ দেশীয় উপাদানে নির্মিত হওয়ায় এগুলি আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দুটি যুদ্ধজাহাজ কমিশনের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহর আরও শক্তিশালী হল এবং ভারত মহাসাগর অঞ্চলে দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় এই জাহাজদুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।