এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনার ঝড়, ৫০’র বেশি পদক নিয়ে শীর্ষে ভারত

শ্যিমকেন্ট, ২৬ আগস্ট: শ্যিমকেন্ট (কাজাখস্তান) থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী, চলমান ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এখন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে মোট ৫৪টি পদক, যার মধ্যে রয়েছে ২৯টি সোনা, ১১টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ। এই ফলাফলের মাধ্যমে ভারত পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে।

মহিলাদের ট্র্যাপ ইভেন্টে নীরু ধান্দা ৪৩টি নিখুঁত শট দিয়ে স্বর্ণপদক জিতেছেন। কাতারের রে বাসিল জয় করেন রৌপ্য এবং ভারতেরই আশিমা আহলাওয়া ব্রোঞ্জ পদক পান। নীরু ও আশিমা প্রীতি রাজকের সঙ্গে মিলে দলগত বিভাগেও সোনা জেতেন, যেখানে ভারত চীন ও কুয়েতকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে।

জুনিয়র মহিলাদের ২৫ মিটার পিস্তল বিভাগে ভারতীয় শুটারদের একচেটিয়া আধিপত্য দেখা গেছে। পায়াল খাত্রি সোনা, নাম্যা কাপুর রৌপ্য ও তেজস্বিনী ব্রোঞ্জ পদক জিতেছেন। দলগত বিভাগে এই তিনজনের সঙ্গে রিয়া শিরীষ থাট্তে অংশ নিয়ে রৌপ্য পদক এনে দেন, যেখানে কোরিয়া সোনার দাবিদার হয়।

পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ভবনীশ মেন্দিরাতা চীনের কিউ ইঙ-এর ঠিক পেছনে থেকে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে, সিনিয়র মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকর চতুর্থ ও এষা সিং ষষ্ঠ স্থানে শেষ করলেও সিমরনপ্রীত কৌর ব্রারের সঙ্গে দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।

এখনো তিনদিনের প্রতিযোগিতা বাকি থাকলেও ভারতের এই পারফরম্যান্স ইতিমধ্যেই দেশকে শীর্ষে এনে দিয়েছে এবং শুটিং দলে আত্মবিশ্বাসের নতুন মাত্রা যোগ করেছে।