১ হাজার ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ২৬ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে এক বাড়ি থেকে ১ হাজার ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কিন্তু বাড়ির মালিক পলাতক হওয়ায় তার দুই স্ত্রীকে আটক করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানায় খবর আসে নতুনবাজার পার্ক সংলগ্ন এলাকার মনির হোসেনের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে মনির হোসেনের বাড়ি থেকে ১ হাজার ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। নেশা কারবারি মনির হোসেন পলাতক। তাই তার দুই স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।