রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম: পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের পরিকাঠামোগত পরিবর্তনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারে, তবে সেই প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন নির্ভর করে দক্ষ প্রকৌশলীদের কর্মদক্ষতার উপর। শনিবার আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের ১৯তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী বলেন, “রাজ্যের সার্বিক অগ্রগতিতে প্রকৌশলীদের সঠিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমেই সরকার পরিকল্পিত প্রকল্পগুলিকে সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে। সেই কাজকে সঠিকভাবে সম্পন্ন করেই ত্রিপুরাকে উন্নয়নের সঠিক দিশায় এগিয়ে নিতে হবে।”
এই অনুষ্ঠানের আয়োজক ছিল ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টার, যার সহযোগিতায় যুক্ত ছিল রাজ্য সরকারের পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর ও নগরোন্নয়ন দপ্তর। সভায় উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে পরিবহন মন্ত্রী আশা ব্যক্ত করেন, তাঁরা আগামী দিনে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন।
তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে বলেন, আগামী দিনেও সরকারের পক্ষ থেকে তাদের পাশে থেকে কাজ করা হবে।