আগরতলা, ২৪ আগস্ট : স্বর্ণকমল জুয়েলার্স, কিসনা ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির সহযোগিতায় অনুষ্ঠিত হলো দ্য গোল্ডেন রান – সিটি ম্যারাথনের দ্বিতীয় সংস্করণ। রবিবার সকালে উমাকান্ত স্কুল মাঠ থেকে এই ম্যারাথনের সূচনা হয়। উদ্বোধন করেন ত্রিপুরার ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আজ স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সুস্বাস্থ্য, সমৃদ্ধ সমাজ এবং একটি সুস্থ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
ম্যারাথনে বিভিন্ন বয়সের বহু প্রতিযোগী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

