আমতলীতে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-বাসনপত্র খোয়া

আগরতলা, ২৪ আগস্ট : আমতলী থানার অন্তর্গত বিবেক নগর এলাকার নিউ রাম ঠাকুর সংঘের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গভীর রাতে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর প্রণামী বাক্স ভেঙে প্রায় আট হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরে রাখা বিভিন্ন কাশ ও পিতলের বাসনপত্রসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে গেছে তারা।

প্রতিদিন স্থানীয় ইন্দ্র সূত্রধর নামে এক বৃদ্ধা মন্দিরে পূজা দিতে আসেন। আজ সকালে তিনি মন্দিরে এসে তালা ভাঙা দরজা এবং ভেতরে এলোমেলো জিনিসপত্র দেখতে পান। প্রণামী বাক্স খালি এবং মূল্যবান সরঞ্জাম উধাও দেখে তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।