আগরতলা, ২৪ আগস্ট : ১৯৯২ সালের ২০ আগস্ট ভারতীয় সংবিধানে গোর্খাদের মাতৃভাষা নেপালি ভাষা সরকারি স্বীকৃতি লাভ করে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে রবিবার আগরতলার গোর্খা বস্তি আশ্রয় পেনশনার আবাসন ভবনে ভারতীয়া গোর্খা পারিষদ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে পালিত হয় নেপালি ভাষা মান্যতা দিবস ও বলিদান দিবস।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের চেতনা, সংগ্রাম ও ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি গোর্খা সমাজের ঐক্য ও সংস্কৃতির বিকাশে ভাষার গুরুত্বের ওপর আলোকপাত করা হয়।
এই দিনে বিশেষভাবে মেধাবী গোর্খা শিক্ষার্থীদের প্রশংসাপত্র এবং ভাস্কর পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সমাজের বিশিষ্টজনেরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন এবং নেপালি ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

