আগরতলা, ২৪ আগস্ট : লেইক চৌমুহনী বাজার থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত রাস্তাজুড়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অভিযোগ, ব্রিজের দু’পাশে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা অবৈধভাবে বাজার বসিয়ে রেখেছে। এর ফলে প্রতিদিনই সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বসার সুযোগ দিচ্ছে এবং এভাবেই তারা আর্থিক সুবিধা নিচ্ছে। স্থানীয়রা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সচেতন মহলের প্রশ্ন, প্রশাসন চোখ বন্ধ করে রাখায় এ অবস্থা ক্রমেই আরও মারাত্মক রূপ নিচ্ছে। অবিলম্বে দখলদারিত্ব বন্ধ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি তুলেছেন এলাকাবাসী।
_____

