ধর্মনগরে জেলা কংগ্রেসের বিক্ষোভ র‌্যালি, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ ৩৯ জন

ধর্মনগর, ২৪ আগস্ট : “ভোট চোর গদি ছোড়” স্লোগানকে সামনে রেখে আজ ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়। ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আয়োজিত এই র‌্যালিতে জেলা কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।

র‌্যালি শেষে আয়োজিত পথসভা থেকে জেলা কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি সারা দেশে ভোট চুরির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। এর ফলে দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বক্তারা দাবি করেন, “ভোট চুরি বন্ধ করতে হবে, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।”

এদিনের কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণেরও আভাস মেলে। বিজেপি দল ছেড়ে ১১ পরিবারের মোট ৩৯ জন সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস নেতৃত্ব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।

কংগ্রেস নেতৃত্বের দাবি, জনগণ আজ বিজেপির ভোট চুরি ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংসের রাজনীতিতে বিরক্ত হয়ে বিকল্প শক্তি হিসেবে কংগ্রেসের দিকেই ঝুঁকছেন। ফলে আজকের বিক্ষোভ র‌্যালি ও পথসভাকে কেন্দ্র করে ধর্মনগর শহরে রাজনৈতিক উষ্ণতা বেড়ে যায়।