আগরতলা, ২৩ আগস্ট : শান্তিরবাজার দেশবন্ধুক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে। ক্লাবের সংস্থার লোকজনেরা সর্বদা লোকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াতে দেখা যায়। এই ক্লাবের দুইজন পদাধিকারী প্রবীর বরণ দাস ও সত্যব্রত সাহা শান্তির বাজারের লোকজনের মনে বিশেষ স্থান অর্জন করেছে।
লোকজনেরা কোন প্রকার সহায়তার জন্য দুই ব্যক্তির কাছে গেলে খালি হাতে ফিরে আসেন না। এরই মধ্যে ক্লাবের উদ্দ্যোগে শান্তির বাজারে বসবাসকারী কেন্সার রোগে আক্রান্ত লোকজনদের সচেতনতার জন্য আগরতলার একটি ক্যান্সারের সংস্থার সহযোগীতা নিয়ে এক কর্মসূচীর আয়োজন করা হয়।
আজকের এই কর্মসূচীর মাধ্যমে কিভাবে ক্যান্সার রোগকে প্রতিরোধ করাযায় এবং রোগে আক্রান্ত হলে কি কি করনীয় প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা। এই কর্মসূচিতে ক্যান্সারে আক্রান্ত লোকজনদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিক্ষা নিরিক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয় ও বিভিন্নপ্রকারের চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়।
জানা যায় শান্তির বাজার শহরকে ক্যান্সারমুক্ত শহর হিসাবে গড়ে তুলতে দেশবন্ধু ক্লাব এই বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছে। ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ক্লাবের দুইপদাধিকারী প্রবীর বরন দাস, সত্যব্রত সাহা, ক্লাবের সদস্য দেবাশীষ ভৌমিক, সজল দত্ত সহ অন্যান্যরা। দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে এই ধরনের কর্মসুচী হাতে নেওয়াতে সকলে বিশেষ ধন্যবাদ জানান।

