প্রবীণ সাংবাদিক অভিষার শর্মার বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের দাবি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার

নয়াদিল্লি, ২২ আগস্ট : প্রবীণ সাংবাদিক অভিষার শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবি জানাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি তৈরির অভিযোগে অভিষার শর্মার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রেস ক্লাবের মতে, এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।

প্রেস ক্লাব আরও জানায়, সম্প্রতি সুপ্রিম কোর্ট অনলাইন নিউজ পোর্টাল দ্য ওয়্যার-এর সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন এবং করণ থাপারের বিরুদ্ধে আসাম পুলিশের করা একই ধরনের এফআইআর থেকে গ্রেফতারের বিরুদ্ধে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। অথচ সেই নির্দেশ অগ্রাহ্য করে অভিষার শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে আসাম পুলিশ। প্রেস ক্লাবের অভিযোগ, আসাম পুলিশের এই পদক্ষেপ অসহিষ্ণুতা এবং সংবাদমাধ্যমের প্রতি অসম্মান প্রদর্শন করছে।

অন্যদিকে, প্রেস ক্লাব আরেকটি ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে। চলতি মাসের শুরুতে ইউটিউব কোনও পূর্ব নোটিশ ছাড়াই প্রবীণ সাংবাদিক ও এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়ার সচিব রুবেন ব্যানার্জির ওড়িয়া ভাষার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়। চ্যানেলটি মূলত সমাজকল্যাণমূলক কার্যক্রম, স্বনির্ভর গোষ্ঠী, জাতীয় ও আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা করত। ইউটিউব কর্তৃপক্ষ অভিযোগ তোলে যে, চ্যানেলটি তাদের নীতির পরিপন্থী কাজ করছে। রুবেন ব্যানার্জি একাধিকবার আপিল করলেও ইউটিউব তা প্রত্যাখ্যান করে এবং কোনও ব্যাখ্যা না দিয়েই চ্যানেলটির উপর নিষেধাজ্ঞা জারি রাখে।

প্রেস ক্লাবের মতে, অভিষার শর্মা ও রুবেন ব্যানার্জির এই দুটি ঘটনা সাংবাদিকদের কণ্ঠরোধের সুস্পষ্ট উদাহরণ। সংগঠনের দাবি, সাংবাদিকদের উপর এ ধরনের একের পর এক আক্রমণ সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য গভীর হুমকি তৈরি করছে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী এবং সাধারণ সম্পাদক নীরজ ঠাকুর এক যৌথ বিবৃতিতে বলেন – “আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সর্বস্তরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।”