আগরতলা, ২২ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশীয় প্রযুক্তি ও আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে আমাদের প্রতিরক্ষা খাত ব্যাপকভাবে শক্তিশালী হয়েছে এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার সাম্প্রতিককালে সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামরিক অভিযানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজ আসাম রাইফেলস ময়দানে এই বাহিনীর উদ্যোগে একটি ড্রোন শো এবং প্রদর্শনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী আরো বলেন, অপারেশন সিন্দুর ইতিমধ্যে পুরো বিশ্বকে দেখিয়েছে, ভারত কতটা সুরক্ষিত । আক্রমণের মাত্র ২৪–২৫ মিনিটেই পাকিস্তানের ১১টি সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয়েছিল। ছাড়া দেশের সাথে ত্রিপুরাকেও এখন প্রযুক্তির উপর নির্ভর করে শক্তিশালী হয়ে উঠতে হবে, কারণ ভবিষ্যতের যুদ্ধগুলো প্রযুক্তিনির্ভর হবে। তাই আমাদের প্রযুক্তিগতভাবে নিরাপদ থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে নিযুক্ত আসাম রাইফেলস বাহিনী রাজ্যের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ড্রোন ব্যবহার করছে। আজ আসাম রাইফেলস ময়দানে এই বাহিনীর উদ্যোগে একটি ড্রোন শো এবং প্রদর্শনী আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী সহ আরক্ষা এবং আসাম রাইফেলস বাহিনীর পদস্থ আধিকারিকগণ।
ড্রোন শো-তে আসাম রাইফেলস বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ধরণের ড্রোন জরুরি প্রয়োজনে কিভাবে কাজ করে এবং সেনাবাহিনী এর উপর ভিত্তি করে কিভাবে অপারেশন সম্পূর্ণ করে তা উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়। তাছাড়া প্রদর্শনীতে রাখা বিভিন্ন ড্রোনের বৈশিষ্ট্য নিয়ে আসাম রাইফেলস বাহিনীর আধিকারিকগণ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের অবগত করেন।

