মনসুন অধিবেশন সমাপ্ত: লোকসভার স্পিকারের ক্ষোভ, সময়ের অপচয় ও শালীনতা লঙ্ঘনের অভিযোগ

নয়াদিল্লি, ২১ আগস্ট: লোকসভা স্পিকার ওম বিড়লা আজ সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেছেন। ২১ জুলাই থেকে শুরু হওয়া এই মনসুন অধিবেশন চলাকালে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি সংঘাতপূর্ণ পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। স্পিকার জানিয়েছেন, এই অধিবেশনে ১৪টি সরকারি বিল পেশ এবং ১২টি বিল পাস হয়েছে।

অধিবেশনের সময় দুটি বিশেষ আলোচনার উল্লেখ করেন স্পিকার। এর মধ্যে একটি ছিল ‘অপারেশন সিন্দুর’ নিয়ে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবের মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়া, ভারতের মহাকাশ কর্মসূচির সাফল্য নিয়ে লোকসভায় আরেকটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

তবে, স্পিকার স্পষ্টভাবে জানান, এই অধিবেশন চলাকালীন নির্ধারিত ৪১৯টি তারকাচিহ্নিত প্রশ্ন তালিকাভুক্ত করা হলেও, মাত্র ৫৫টি প্রশ্নের মৌখিক উত্তর দেওয়া সম্ভব হয়েছে। এর প্রধান কারণ ছিল “পূর্বপরিকল্পিতভাবে করা ধারাবাহিক বিশৃঙ্খলা ও প্রতিবাদ”। তিনি বলেন, পুরো অধিবেশনে কার্যদিবস মাত্র ৩৭ ঘণ্টা ছিল, যা অত্যন্ত হতাশাজনক।

স্পিকার ওম বিড়লা সংসদীয় আচরণ ও ভাষা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই অধিবেশনে কিছু সদস্যের আচরণ ও ব্যবহৃত ভাষা সংসদের মর্যাদার পরিপন্থী ছিল। সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংসদের শালীনতা বজায় রাখা সকল সদস্যের সম্মিলিত দায়িত্ব।” তিনি আরও বলেন, সংসদ ও সংসদ চত্বরে ব্যবহৃত ভাষা সর্বদা মর্যাদাপূর্ণ ও শালীন হওয়া উচিত।

এর আগে সকাল ১১টা নাগাদ লোকসভা শুরু হতেই বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনার দাবিতে বিরোধীরা বিক্ষোভে নেমে পড়ে। স্পিকার ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী পক্ষের উত্তেজনাপূর্ণ আচরণের কারণে সংসদ দুপুর পর্যন্ত মুলতবি করে দিতে হয়।

এইভাবে শেষ হলো ভারতের সংসদের এই মনসুন অধিবেশন, যার মূল ছাপ রইলো কার্যদিবসের ঘাটতি, তীব্র রাজনৈতিক সংঘাত ও সংসদীয় শালীনতা নিয়ে প্রশ্ন।