আগরতলা, ২০ আগস্ট : আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজা সহ এক বিহারী যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধারকৃত গাজাগুলোর বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। আজ বিকেল তিনটে নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাজা সহ এক বিহারী যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ধৃত যুবকের নাম সুভাষ কুমার বয়স (৩২), পিতা লেফটেন্যান্ট গুরু প্রসাদ দাস, তার বাড়ি বিহারের ভাগলপুর জেলায়।
জানা গেছে আজ সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করার সময় জিআরপিএফ এবং আরপিএফ মিলে তাকে আটক করে। এরপর তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৭.৪২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। গাজাগুলোর কালোবাজারি মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। এই মর্মে আগরতলা জিআরপিএফ থানা এনডিপিএস আইন অনুসারে তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে।

