সাতারায় ভয়াবহ ঘটনা: মদ্যপ অটো চালককে থামাতে গিয়ে গুরুতর আহত মহিলা ট্রাফিক কনস্টেবল

সাতারা, ১৯ আগস্ট : মহারাষ্ট্রের সাতারা শহরে এক বেপরোয়া ঘটনার সাক্ষী থাকল পথচারীরা। ডিউটিতে থাকা এক মহিলা ট্রাফিক পুলিশ সদস্যাকে মদ্যপ অবস্থায় থাকা এক অটোচালক টেনে নিয়ে গেলেন প্রায় ১২০ মিটার দূর পর্যন্ত।

ঘটনাটি ঘটেছে সাতারা শহরের একটি ব্যস্ত মোড়ে। কনস্টেবল ভাগ্যশ্রী যাদব সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে ছিলেন। এসময় তিনি দেবরাজ কালে নামের এক অটোচালককে থামার নির্দেশ দেন। কিন্তু মদ্যপ অবস্থায় থাকায় জরিমানার ভয়ে অটোচালক পালানোর চেষ্টা করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অটোচালক থামার বদলে অটো এগিয়ে নিয়ে যায়, আর কনস্টেবল ভাগ্যশ্রী সেটিতে আঁকড়ে ধরে পড়ে যান। এভাবেই তাকে প্রায় ১২০ মিটার টেনে নিয়ে যায় অটোটি। শেষ পর্যন্ত পথচারীরা সাহসিকতার সঙ্গে অটোটি আটকায়, চালককে ধরে মারধর করে এবং কনস্টেবলকে উদ্ধার করে।

পরে পুলিশ এসে অভিযুক্ত চালক দেবরাজ কালে-কে গ্রেফতার করে। গুরুতর আহত ভাগ্যশ্রীকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও কর্তব্যরত পুলিশ কর্মীর ওপর হামলার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।