কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি: কিশতওয়ারে মৃতের সংখ্যা বেড়ে ৬২, এখনও নিখোঁজ ৪১ জন

কিশতওয়ার, ১৯ আগস্ট: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চিসোটি গ্রামে গত সপ্তাহের বিধ্বংসী মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান (ফ্ল্যাশ ফ্লাড)-এর পর উদ্ধার ও ত্রাণকার্য পঞ্চম দিনেও জোরকদমে চলছে। আকাশবাণী জম্মুর প্রতিবেদন অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২-এ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও ৪১ জন নিখোঁজ রয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে, তাঁরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।

উদ্ধারকারী দলগুলির আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে উপস্থিত বিরোধী দলনেতা সুনীল শর্মা জানান, “এই দুর্যোগের ব্যাপ্তি সত্যিই অভাবনীয়।” তাঁর সঙ্গে ছিলেন আইজিপি জম্মু এবং ডিভিশনাল কমিশনার জম্মুও।

এদিকে, সেনাবাহিনী দ্রুততার সঙ্গে একটি বেইলি ব্রিজ নির্মাণ করেছে দুর্গত এলাকায়, যা দুর্গম অঞ্চলে সংযোগ রক্ষা ও উদ্ধারকাজ ত্বরান্বিত করতে বিশেষভাবে সহায়ক হয়েছে।

সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, এসডিআরএফ, সিআইএসএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করে চলেছেন। কখনও ভারী যন্ত্রপাতি, কখনও বা হাতে কুপিয়ে মাটি খুঁড়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করে খোঁজ চালানো হচ্ছে জীবিতদের। বহু পরিবার এখনও প্রহর গুনছে নিখোঁজ প্রিয়জনের খবরের জন্য।

এই শোকাবহ পরিস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ত্রাণ সংস্থাগুলি খাদ্য, জল ও চিকিৎসা সহায়তা দিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তা দেওয়া হবে।