আগরতলা, ১৯ আগস্ট: এক মাস ধরে পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত ১৮ পরিবার।চড়িলাম ব্লকের আড়ালিয়া পঞ্চায়েতের খামারবাড়ি এলাকায় জল উত্তোলন এবং সরবরাহকারী মেশিন নষ্ট হয়ে আছে ১ মাস ধরে। কিন্তু এখনো মেশিনটি সারাই করার কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার সাবমারসিবল নষ্ট হয়ে রয়েছে প্রায় ১মাস হয়েছে। সাবমারসিবল নষ্ট হওয়ায় পানীয় জল থেকে বঞ্চিত গ্রামের ১৮ পরিবার। গ্রামের বাসিন্দা মানিক মিয়া জানান, ১ মাস ধরে জলের মেশিনটি নষ্ট। প্রায় ১৫ দিন আগে ডি ডব্লিউ এস দপ্তরের লোকজন এসে মোটর তুলে নিয়ে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সারাই করে মোটর লাগানো হয়নি। যার ফলে পানীয় জলের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের মানুষদের। অবিলম্বে দপ্তর এই জলের উৎসটি মেরামত করে দিক, এমনটাই দাবি জানিয়েছেন তিনি।

