এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন, মনোনয়নকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি

নতুন দিল্লি, ১৮ আগস্ট : আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ (জাতীয় গণতান্ত্রিক জোট) সিপি রাধাকৃষ্ণনকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জনজীবনে দীর্ঘ অভিজ্ঞতা, সমাজসেবার প্রতি অঙ্গীকার, বিনয় এবং বুদ্ধিমত্তার মাধ্যমে রাধাকৃষ্ণন নিজেকে একজন আদর্শ জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী জানান, রাধাকৃষ্ণন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়েছেন এবং তামিলনাড়ুতে তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ করেছেন। মোদি আরও বলেন, সংসদ সদস্য ও রাজ্যপাল হিসেবে তাঁর অভিজ্ঞতা তাঁকে আইন ও সংবিধান সম্পর্কিত বিষয়ে গভীর জ্ঞান প্রদান করেছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, এই অভিজ্ঞতা রাধাকৃষ্ণনকে একজন অনুপ্রেরণাদায়ী উপরাষ্ট্রপতি করে তুলবে।

প্রধানমন্ত্রী জানান, রাজ্যপাল থাকাকালীন রাধাকৃষ্ণন সাধারণ মানুষের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়েছেন। সংসদে তাঁর বক্তৃতা ছিল সুসংবদ্ধ, যুক্তিসম্মত ও বিশ্লেষণধর্মী। এই সমস্ত গুণাবলী তাঁকে উপরাষ্ট্রপতির পদে একটি দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালনে সহায়তা করবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ কেন্দ্রীয় সরকারের অন্যান্য নেতারাও রাধাকৃষ্ণনকে এনডিএর প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই মনোনয়নের ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তিনি জানান, দিল্লিতে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এনডিএর সব শরিকদল এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডা বলেন, বিজেপি ও এনডিএ চায় এই নির্বাচন সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিত হোক এবং সেই লক্ষ্যেই বিরোধী দলগুলোর সঙ্গেও আলোচনা চালানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, উপরাষ্ট্রপতি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের পদত্যাগের পর এই নির্বাচন প্রয়োজনীয় হয়ে ওঠে। এনডিএ-র পক্ষ থেকে সিপি রাধাকৃষ্ণনের মনোনয়ন দেশের রাজনৈতিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।