কলসী সৎসঙ্গ পাড়ায় শিব মন্দির থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

আগরতলা, ১৮ আগস্ট : শিব মন্দির থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় কলসী সৎসঙ্গ পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের সদস্যদের দাবি, বিগত কয়েক বছর যাবৎ যুবকটি ড্রাগস সেবন করত। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কলসী সৎসঙ্গ পাড়ায় স্থানীয় একটি শিব মন্দিরের ভেতরে এক যুবককের মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মন্দিরে এক যুবককে পড়ে থাকতে দেখে বাইখোড়া থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার এস আই অর্জন চাকমা, এ এস আই মরন বৈদ্য সহ আরক্ষা প্রসাশনের কর্মীরা।

এবিষয়ে এসআই অর্জন চাকমার নিকট জানতে চাইলে তিনি জানান মৃত্যুর প্রাথমিক কারন সঠিকভাবে বলা যাচ্ছে না। ফরেন্সিক টিম আসা পর্যন্ত মৃতদেহের কোনো জায়গায় আঘাত আছে কিনা তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান পুলিশ।

অর্জন চাকমা জানান, মৃত যুবক ওই এলাকার বাসিন্দা আকাশ মগ ( ১৮ )। আকাশ মগের পিতার সঙ্গে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর যাবৎ যুবকটি ড্রাগস সেবন করতো। মৃত্যুর পিছনে নেশা প্রধান কারন হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছেনা। এখন দেখার বিষয় আকাশ মগের মৃত্যুর সঠিক তদন্তে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।